আয়-ব্যয়ের হিসাব ১লা জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত

আড়াই হাজার টন ভোটবর্জ্য, নীতিমালার তাগিদ মুক্তিফোরামের
February 4, 2020
আয়-ব্যয়ের হিসাব ১৬ই ফেব্রুয়ারি থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত
April 15, 2020

আয়-ব্যয়ের হিসাব ১লা জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত

১লা জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তিফোরাম মোট ব্যয় করেছে ৯২৫৪/- টাকা এবং বিকাশের মাধ্যমে মোট ডোনেশন উঠেছে ৫৩৭৫/- টাকা।আগের মাসে হিসাব শেষ হওয়ার পর আমাদের কাছে জমা ছিল ৪২৮৩/- টাকা। সেই টাকা যোগ করলে আমাদের ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত ডোনেশন জমা হয় মোট ৯৬৫৮/- টাকা।
এছাড়া চারটি গণপরিষদ সভায় অংশগ্রহণকারীদের তাত্ক্ষণিক অনুদানের মাধ্যমেও কিছু টাকা উঠে। প্রথম সভার তাত্ক্ষণিক অনুদান একটি মাটির ব্যাংকে জমা রাখা হয়। সেটা না ভাঙ্গায় তার মধ্যে কতটাকা জমা হয়েছে তা এখনও জানা যায়নি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গণপরিষদ সভার তাত্ক্ষণিক অনুদানের (৩X৭০০=২১০০/-) টাকা দিয়ে হল ভাড়া পরিশোধ করা হয়।

?খরচের বিস্তারিত বিবরণ ছবিতে যুক্ত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *