নতুন দশকের নতুন বছরের নতুন দিনে সবাইকে শুভেচ্ছা।
আশা করি সবাই ভালো আছেন।
আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে, আজকে থেকে প্রায় সাত মাস আগে মুক্তিফোরাম সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। আর এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে নানা ভাবে আমরা মুক্তিফোরামকে সহযোগিতা করে এসেছি। আমাদের সকলের শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতায়ই মুক্তিফোরাম আজকের এই অবস্থানে পৌছতে পেরেছে।
কার্যক্রম চালিয়ে নিতে মুক্তিফোরাম এ পর্যন্ত বিভিন্ন সফল অনুষ্ঠানের আয়োজন করেছে। এইসব অনুষ্ঠানগুলো সফল করতে আপনারা যারা আর্থিকভাবে মুক্তিফোরামকে সহযোগিতা করে আসেছেন তাদের সামনে আজকে আমরা অর্থকড়ির হিসাব নিকাশ উপস্থাপন করছি।
১৬ই ফেব্রুয়ারি হতে ১৫ই এপ্রিল পর্যন্ত মুক্তিফোরাম মোট ব্যয় করেছে ৩৯২০/- টাকা এবং বিকাশের মাধ্যমে মোট ডোনেশন উঠেছে ৭২২০/- টাকা। আগের মাসে হিসাব শেষ হওয়ার পর আমাদের কাছে জমা ছিল ২৫০৪/- টাকা। সেই টাকা যোগ করলে আমাদের এপ্রিল এর ১৫ তারিখ পর্যন্ত ডোনেশন জমা হয় মোট ৯৭২৪/- টাকা।
৮ই মার্চ হবিগঞ্জ সাংগঠনিক ইভেন্ট অনুষ্ঠিত হয় , সেখানে যাতায়াত খরচ পরিশোধ করা হয় ৪৩৪৪/- টাকা।
এছাড়া ৯ই মার্চ সাংগঠনিক প্রয়োজনে ফোন বিল পরিশোধ করা হয় ১২০/- টাকা।
সর্বশেষ ফান্ডে জমা রয়েছে ৫২৬০/- টাকা ।
১৬ই ফেব্রুয়ারি হতে ১৫ই এপ্রিল পর্যন্ত মুক্তিফোরাম মোট আয়-ব্যয়ের হিসাবের ছবি সংযুক্ত করা হল।
আবু রাইহান
ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক
মুক্তিফোরাম
যেকোন সাংগঠনিক প্রশ্ন বা হিসাব সংক্রান্ত জবাবদিহীতা চাইতে যোগাযোগ করুনঃ muktiforum.org