Motion

February 3, 2020

প্রস্তাবনা ও গঠনতন্ত্র

দীর্ঘ শোষণ ও বঞ্চনার ইতিহাস বুকে নিয়ে বারংবার বিদ্রোহ, বিপ্লব ও আন্দোলনের পরও এই ভূখণ্ডের মানুষ আজও মুক্তির জন্যে সংগ্রাম করে চলেছে। পরপর একটি ঔপনিবেশিক ও একটি নব্য ঔপনিবেশিক শক্তিকে পরাজিত করে ভৌগলিক স্বাধীনতার লড়াইয়ে বিজয়ী হয়ে এদেশের মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পায়নি। ঔপনিবেশিক কায়দায় আজও তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আকাঙ্ক্ষাকে পদদলিত করে রেখেছে শাসক গোষ্ঠী। এই কাঠামোগত শোষণের পেছনে যেমনটি রয়েছে গণতন্ত্রকে পরিবারতান্ত্রিকতায় পর্যবসিত করার কৌশল, তেমনি রয়েছে আইনগত ও সংস্কৃতিগতভাবে স্বাধীন চিন্তার টুঁটি চেপে ধরার ফাঁদ। এমন একটি সময়ে দাঁড়িয়ে, আমরা, এদেশের জনগণ অনুভব করছি যে আমাদের সামগ্রিক মুক্তির জন্য একটি সংগঠিত গণমঞ্চ তৈরি করতে হবে, যেটি কিনা ক্ষমতার দম্ভ ছিন্ন করে একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্থাপনের মাধ্যমে মানুষের কাছে তার আকাঙ্ক্ষিত মুক্তিটিকে পৌঁছে দেবে। সেই লক্ষ্য সামনে রেখে আমরা মুক্তিফোরাম নামের একটি পরিবর্তনকামী সংগঠন গড়ে তুলছি।